Madhyamik Result 2020: জুলাইয়ের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: মাধ্যমিক পরীক্ষার  উত্তরপত্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষকদের জমা দিতে বলল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। 

৩১ মে প্রকাশিত পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যে সমস্ত পরীক্ষক এখনও তাঁদের কাছে থাকা উত্তরপত্র এবং নম্বর প্রধান পরীক্ষকের কাছে জমা দেননি, তাঁদের এই বিজ্ঞপ্তি প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে তা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। বিষয়টি অবশ্যই জরুরিতম হিসাবে বিবেচিত হবে।’

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন জুলাই মাসের মধ্যেই প্রকাশিত হবে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। বোর্ডের তরফে জানানো হয়েছে এখনও প্রায় ১০ শতাংশ পরীক্ষকের খাতা দেখা বাকি থেকে গেছে। সেই সব খাতা এখনও জমা পড়েনি প্রধান পরীক্ষকের হাতে। তাঁদের ৪৮ ঘন্টার সময় দেওয়া হয়েছে।

সব খাতা হাতে পেলে প্রধান পরীক্ষকদের আরও দু’দিন সময় দেওয়া হবে বোর্ডের কাছে উত্তর পত্র জমা দেওয়ার জন্যে। বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, চারদিন পর বোর্ডের হাতে সব উত্তরপত্র আসার পরই ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে শুরু করা হবে ট্যাবুলেশন প্রক্রিয়া। আর তার পরেই ফল প্রকাশ করা সম্ভব হবে। ফল বেরোনোর কোনও নির্দিষ্ট তারিখের উল্লেখ না করলেও ওই আধিকারিক জানান, জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে সব তৈরি হয়ে যাবে। এবছর মোট২৭ লাখ খাতা দেখতে হয়েছে পরীক্ষকদের।

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest