Site icon The News Nest

কলকাতায় ১২.৭ ডিগ্রি, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত শীতের আমেজ রাজ্যে

Winter 1

বৃহস্পতিবার শহরের তাপমাত্রা যেখানে ১৩ ডিগ্রি সেলসিয়াস ছিল, শুক্রবার তা আরও কমে ১২.৭ ডিগ্রি হয়েছে, স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। তা-ও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কমই। কলকাতার পাশাপাশি, জেলাগুলিতেও এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটা। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রিতে।

শিলিগুড়ি এবং কোচবিহারে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলপাইগুড়িতে। বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাজ্য জুড়েই শীতের আমেজ বজায় রয়েছে।

আরও পড়ুন: ভিকিকে জড়িয়ে ক্যাটরিনার আদুরে ছবি! নায়িকার পোস্ট ঘিরে জল্পনা ক্রমেই বাড়ছে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা, কিন্তু ফের পারদ পতন ঘটবে। এখনই বিদায় নেওয়া তো দূর, কমপক্ষে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডা থাকবে রাজ্যে। তার পর থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। উত্তুরে হাওয়ার দাপটও কমবে ধীরে ধীরে।

Exit mobile version