ভারী বৃ্ষ্টির তাণ্ডব দেখতে চলেছে বাংলার ৫ জেলা! আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কোথাও ধসের ভয়াবহ ছবি , তো কোথাও একাধিক নদী ফুঁসতে শুরু করেছে । বিপদসীমা দিয়ে বয়ে যাচ্ছে বহু নদীর জল। এমনই টুকরো টুকরো ছবি উঠে আসছে উত্তরবঙ্গ থেকে। এমনই পরিস্থিতিতে একনজরে দেখে নেওয়া যাক বাংলায় আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি ।

সোমবার শহর ও শহরতলির আকাশ আংশিক মেঘলা। শরতের আকাশে চলছে মেঘের লুকোচুরি খেলা। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় দু-এক পশলা হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে জল জমেছে উত্তরবঙ্গে। এদিকে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সর্তকতা নেই। হাওয়া অফিস সূত্রে খবর, বাতাসে জলীয় বাষ্প থাকায় দক্ষিণবঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।

আরও পড়ুন: ‘কোনও রাজনৈতিক দলের দায়িত্ব কাঁধে নেবেন না’, রাজ্যপালের ‘রুটিন’ অভিযোগের জবাবে ৯ পাতার চিঠি মমতার

এখনই মিটছে না উত্তরবঙ্গের প্রবল দুর্যোগের পরিস্থিতি। উত্তরবঙ্গের ৫ টি জেলায় প্রবল বর্ষণের সতর্কতা রয়ে যাচ্ছে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে এই বৃষ্টির জেরে নদীগুলির জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং-এ ভূমিধসের পরিস্থিতি ভয়াবহ হলে রাস্তায় স্বাভাবিক যান চলাচলে সমস্যা শুরু হতে পারে বলে আশঙ্কা থেকে যাচ্ছে।জানা যাচ্ছে, আগামী, রবিবার পর্যন্ত বাংলার বুকে অতিভারি বৃষ্টির তেজ থাকবে। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টি দাপুটে ইনিংস খেলতে পারে বলে খবর। তবে শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে অতিভারি বৃষ্টির পর রবিবার থেকে বর্ষণের পরিমাণ কমতে থাকবে।

শহরের তাপমাত্রা আজ সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আবহাওয়ার রিপোর্ট বলছে, এদিন শহরের তাপমাত্রা সর্বনিম্ন ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে আজ দিনভর। তবে পুজোর আগে ঘরবন্দি মানুষকে আরও মনমরা করতে পারে মেঘলা আকাশ!

আরও পড়ুন: মুকুল রায় ইন,’৪০ বছর বিজেপির সেবা করে’ পদ থেকে আউট রাহুল সিনহা! গলায় বিদ্রোহ

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest