কথায় আছে, ‘মাঘের শীত, বাঘের গায়’। আর এই কথাকে এবার কার্যত সত্যি প্রমাণ করল শীতের (Winter) আবহাওয়া (Weather)। শুরুর আক্ষেপ পশ্চিমবাসীকে একেবারে শেষবেলায় সুদে-আসলে মিটিয়ে দিচ্ছে শীত। উত্তুরে হাওয়ার দাপটে ভরা মাঘেও কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণ।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পারদ ১০ ডিগ্রির কাছাকাছি আছে। কয়েকটি জেলায় আবার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। সবমিলিয়ে ১৬ টি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।
হাওয়া অফিস সূত্রের খবর, উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে ঘন কুয়াশার দাপট রয়েছে। মালদা, দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ারের শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং-এ। দক্ষিণবঙ্গে কলকাতায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি।
গোটা জানুয়ারি মাস জুড়ে বিভিন্ন সময় দেখা দিয়েছে কুয়াশার দাপট তো আবার কিছুদিন পর দেখা দিয়েছে শীতের আমেজ। জানুয়ারি মাস জুড়ে শীতের খামখেয়ালিপনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। কিন্তু ফেব্রুয়ারি মাস পড়া মাত্র যেভাবে হাড় কাঁপুনি ঠান্ডা অনুভূত হচ্ছে, তাতে আগামী বেশ কয়েকদিন এই দাপট থাকবে বলেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। গত দশ বছরের নিরিখে এ বছরের ফেব্রুয়ারি সবচেয়ে বেশি শীতলতম।
আরও পড়ুন: গন্তব্য সেই বিজেপি! স্পিড পোস্টে চিঠি পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার