গুলিবিদ্ধ হত বিজেপি নেতা মণীশ শুক্লা ঘনিষ্ঠ, ভোট আবহে থমথমে টিটাগড়

শুটআউট ঘিরে বুধবার রাতে উত্তপ্ত হয়ে উঠল টিটাগড় (Titagarh) এলাকা।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক হিংসার ঘটনা। কোথাও দেওয়াল লিখন নিয়ে বিবাদ তো কোথাও আবার সভাস্থল নিয়ে গণ্ডগোল মাথাচারা দিচ্ছে। এমন পরিস্থিতিতে শুটআউট ঘিরে বুধবার রাতে উত্তপ্ত হয়ে উঠল টিটাগড় (Titagarh) এলাকা। গুলিবিদ্ধ হয়েছেন এক বিজেপি কর্মী।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম ওয়াই মধু রাও। তিনি টিটাগড়েরই বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বুধবার রাতে চার জন দুটি বাইকে এসে মধু রাওকে লক্ষ্য করে গুলি চালায়। মধুর বুকের বাঁ পাশে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: বিক্ষোভের জের, অশোক লাহিড়ীকে বদলে বালুরঘাট, রাসবিহারী সহ ১৩ কেন্দ্রে প্রার্থী ঘোষণা বিজেপির

বারাকপুরে বিজেপি প্রার্থীর চন্দ্রমনি শুক্লার অভিযোগ, তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তীর মিছিল যাচ্ছিল। মিছিল থেকে কয়েকজন তৃনমূল কর্মী তাঁকে মারতে যান। ওই মিছিল শেষ হওয়ার পর চার জন দুষ্কৃতী বাইকে এসে পরপর গুলি চালায়। বিজেপি প্রার্থী চন্দ্রমনি শুক্লার অভিযোগ, ওয়াই মধু রাও বিজেপির সক্রিয় কর্মী।

ঘটনা প্রসঙ্গে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “মণীশ শুক্লার ঘনিষ্ঠ ছিল মধু রাও। তাই তৃণমূল ওকে সরিয়ে দিতে চাইছে। আসলে তৃণমূল অস্তিত্বহীনতায় ভুগছে।” যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন: রাজনৈতিক সংঘর্ষে নিহত ১, উত্তপ্ত বারুইপুরে বেপরোয়া বাড়ি ভাঙচুর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest