টিকিট একাধিক সাংসদকে, বিজেপির তৃতীয় ও চতুর্থ প্রার্থী তালিকায় ঠাঁই টলি তারকা -তৃণমূলত্যাগীদের,

একুশের নির্বাচনের আগে (West Bengal Assembly Election 2021) তৃতীয় ও চতুর্থ পর্যায়ের বিজেপির প্রার্থী তালিকায় (BJP Candidate List) সংসদভবন থেকে নামানো হল একাধিক সাংসদকে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তৃতীয় এবং চতুর্থ দফার ৬৩ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তাতে যেমন ঠাঁই পেয়েছেন একাধিক টলিউড অভিনেতা, তেমনই আছেন সাংসদ। টিকিট পেয়েছেন দুই প্রাক্তন হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতাও। একনজরে দেখে নিন বিজেপির সেই তারকা প্রার্থীদের তালিকা –

সংসদভবন থেকে বাংলার নির্বাচনে নামানো হল একাধিক সাংসদকে। এর মধ্যে রয়েছেন বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, এবং নিশীথ প্রামাণিক।। বাবুল প্রার্থী হচ্ছেন টালিগঞ্জে। চুঁচুড়ায় প্রার্থী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। নিশীথ প্রামামিক দাঁড়াচ্ছেন দিনহাটায়। স্বপন দাশগুপ্তকে তারকেশ্বরের প্রার্থী করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এঁরা প্রত্যেকেই আসলে বাংলায় বিজেপির মুখ। একুশের হাইভোল্টেজ নির্বাচনে জোরদার টক্করে তাঁদের প্রত্যেককেই কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। পাশাপাশি বাংলার মানুষের মন জয় করতে ব্যক্তি বিশেষে এই সাংসদদের ক্যারিশ্মাকেও কাজে লাগাতে চাইছে মোদী-শাহ জুটি। তাই ভেবেই প্রার্থী নির্বাচন। উল্লেখ্য, টালিগঞ্জ থেকে তৃণমূলের প্রার্থী অরূপ বিশ্বাস। অরূপের বিরুদ্ধে বাবুলের ওপরেই ভরসা রেখেছে গেরুয়া শিবির।

প্রার্থী তালিকায় এক ঝাঁক তারকা

টলিপাড়া থেকে সম্প্রতি অনেক তারকা বিজেপিতে যোগ দিয়েছেন। কেউবা জার্সি বদলও করেছেন। তাঁদের মধ্যে প্রার্থিতালিকায় জায়গা পেয়েছেন অনেকেই। অভিনেতা যশ দাশগুপ্তকে চণ্ডীতলায় দাঁড় করিয়েছে বিজেপি। সোনারপুর দক্ষিণে প্রার্থী হচ্ছেন অঞ্জনা বসু। উল্লেখ্য. বেহালা পূর্বে অর্থাৎ শোভনের এলাকায় প্রার্থী হয়েছেন পায়েল সরকার। ওই এলাকাতেই তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়। অন্যদিকে, কসবায় প্রার্থী ইন্দ্রনীল খাঁ, শ্যামপুরে তনুশ্রী চক্রবর্তী ।

তৃণমূল ত্যাগীরা লড়বেন নিজ এলাকাতেই

তৃণমূল-ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং প্রবীর ঘোষালও প্রত্যাশা মতো বিজেপির প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন। ডোমজুড় কেন্দ্র থেকেই লড়েছেন রাজীব। রবীন্দ্রনাথকেও সিঙ্গুর থেকেই দাঁড় কারনো হয়েছে। প্রবীর উত্তরপাড়া থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি-র হয়ে। এত দিনে তাঁরা প্রত্যেকেই এই এলাকা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিজেপি রবিবার তৃতীয় ও চতুর্থ পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করেন। এক নজরে দেখে নিন কে কোথা থেকে লড়ছেন…

সোনারপুর দক্ষিণ- অঞ্জনা বসু
ভাঙড়- সৌমি হাতি
কসবা- ইন্দ্রনীল খান
যাদবপুর- রিঙ্কু নস্কর
টালিগঞ্জ-বাবুল সুপ্রিয়
বেহালা পূর্ব- পায়েল সরকার
মাহেশতলা- উমেশ দাস
বজবজ-তরুণ আদক

আরও পড়ুন: বারবার অনুরোধ করে ছুটি নিলেন মমতা, আপাতত কিছুদিনের জন্য বাহন হুইলচেয়ার, পরতে হবে বিশেষ চটি

মেটিয়াবুরুজ- রামজি প্রসাদ
হাওড়া উত্তর- উমেশ রায়
হাওড়া মধ্য- সঞ্জয় সিং
হাওড়া দক্ষিণ-রন্তিদেব সেনগুপ্ত
সংক্রাইল-প্রভাকর পণ্ডিত
পাঁচলা- মোহিত ঘাঁটি
উলুবেড়িয়া পূর্ব- প্রত্য়ুষ মণ্ডল
ডোমজুড়- রাজীব ব্যানার্জি
উত্তরপাড়া- প্রবীর ঘোষাল
শ্রীরামপুর- কবীর শংকর ঘোষ
চাঁপদানি- দিলীপ সিং
সিঙ্গুর- রবীন্দ্রনাথ ভট্টাচার্য
চন্দননগর- দীপাঞ্জন গুহ
চুঁচুড়া- লকেট চ্যাটার্জি
বলাগড়- সুভাষ চন্দ্র হালদার
বান্দুয়া- পার্থ শর্মা
চণ্ডীতলা- যশ দাশগুপ্ত

মগরাহাট পূর্ব- চন্দন নস্কর
মগরাহাট পশ্চিম- মানস শর্মা
ডায়মন্ডহারবার- দীপক হালদার
সাতগাছিয়া- চন্দন পাল দাস
বিষ্ণুপুর- অগ্নিশ্বর নস্কর
উলুবেড়িয়া উত্তর- শ্রী চিরণ বেরা
শ্য়ামপুর- তনুশ্রী চক্রবর্তী
বাগনান- অনুপম মল্লিক
আমতা- দেবতনু ভট্টাচার্য
উদয়নারায়ণপুর- সুমিত রঞ্জন কড়ার
জঙ্গিপাড়া- দেবজিৎ সরকার
হরিপাল- সমীরণ মিত্র
ধনেখালি- তুষার মজুমদার
তারকেশ্বর – স্বপন দাশগুপ্ত
পুরশুড়া- বিমান ঘোষ
আরামবাগ- মধুসূদন বাগ
গোঘাট – বিশ্বনাথ কোরক
খানাকুল- সুশান্ত ঘোষ

আরও পড়ুন: WB election 2021: ‘এখনও কত দেহের খোঁজ মেলেনি’,নন্দীগ্রামের ঘটনা স্মরণ করে টুইটে কৃষকদের শ্রদ্ধা মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest