Site icon The News Nest

আক্রমণের মুখে পড়লে কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিল কমিশন

dinhata

পশ্চিমবঙ্গে নির্বাচন পরিচালনায় আক্রমণের মুখে পড়লে আক্রমণকারীকে লক্ষ্য করে গুলি চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী। সোমবার কমিশনের তরফে বাহিনীকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সংঘর্ষ থামাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আহত হওয়ার ঘটনায় এই নির্দেশ দিয়েছে কমিশন।

কমিশনের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় দফার ভোটগ্রহণ থেকে প্রয়োজনে গুলি চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী। আত্মরক্ষার স্বার্থে কোথাও প্রয়োজন মনে হলে সরাসরি গুলি চালাতে পারবে তারা। বলে রাখি, দ্বিতীয় দফায় রয়েছে হাইভোল্টেজ নন্দীগ্রামের ভোটগ্রহণ।

আরও পড়ুন : ‘হাথরাস ধর্ষণের সময় কোথায় ছিলেন?’, নিমতা কাণ্ডে শাহকে পালটা তোপ মমতার

কমিশন সূত্রের খবর, পটাশপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আহত হওয়ার ঘটনা মোটেও ভাল ভাবে নেয়নি কমিশন। এই ঘটনায় বাহিনীর মনোবলে চিড় ধরতে পারে বলে আশঙ্কা ছিল আধিকারিকদের। তাই বাহিনীকে গুলিচালানোর অনুমতি দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করল কমিশন।

কমিশনের এই নির্দেশে মিশ্র প্রতিক্রিয়া এসেছে রাজনৈতিক মহল থেকে। তাদের একাংশের মতে, কমিশনের নির্দেশে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে। অন্য অংশের মতে এই নির্দেশের ফলে বাহিনী আরও কঠোর ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে। তাতে দুর্বৃত্তরা যেমন সংযত থাকবে তেমনই নিশ্চিত হবে সাধারণ মানুষের ভোটাধিকার।

আরও পড়ুন : মদন মিত্রের সঙ্গে দোল সেলফি! শ্রাবন্তী-তনুশ্রীদের কাঠগড়ায় তুললেন BJP-র রূপাঞ্জনা, ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে মাঠে পায়েল

Exit mobile version