প্রতিশ্রুতি মত দিদির দলকে জিতিয়ে ভোট কৌশল থেকে সন্ন্যাস পিকের 

চার মাস আগে তিনি বলে দিয়েছিল বিজেপি তিন ডিজিট পার হবে না। রবিবার তা ফলে গেল  অক্ষরে অক্ষরে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চার মাস আগে তিনি বলে দিয়েছিল বিজেপি তিন ডিজিট পার হবে না। রবিবার তা ফলে গেল  অক্ষরে অক্ষরে। নীলবাড়ির লড়াইয়ে দুই সংখ্যাতেই আটকে গেল বিজেপি। হতবাক গোটা দেশ। কিভাবে সম্ভব ! এমন করে কি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করা যায় ! তা কি এমন করে মেলে ! ঘর কাটছিল না দেশ তথা বঙ্গবাসীর।

নেটমাধ্যমে তাঁকে  প্রশংসায় ভরিয়ে দিচ্ছিল গোটা দেশ। এমন সময়ে ভোটকুশলীর কাজ থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন প্রশান্ত কিশোর নিজেই । সহকর্মীদের হাতে দায়িত্ব তুলে দিয়ে নিজের সংস্থা আইপ্যাক ছাড়ার কথা জানিয়ে দেন তিনি।

আরও পড়ুন : WB election 2021: দুই অঙ্কও পেরোতে পারবে না বিজেপি, পুরনো টুইট মনে করালেন PK

নিজে ভোটকুশলীর ভূমিকা ছাড়তে চললেও, রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন প্রশান্ত। একই সঙ্গে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন তিনি। প্রশান্ত বলেন, ‘কমিশন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করত, তাহলে বিজেপি যত টুকু ভোট পেয়েছে, তার ধারেকাছেও পৌঁছতে পারত না। বিজেপি-কে জেতাতে চেষ্টায় কোনও ত্রুটি রাখেনি তারা।’

ডবল সেঞ্চুরি করেছে দিদির দল। মোদীর ডবল ইঞ্জিন গড়ার স্বপ্ন ধুলিস্মাৎ হয়েছে। শুরু হয়েছে দোষারোপের পালা। কার দোষে এমন হাল ,খুঁজছে পিকের  জাদুদণ্ডই তৃণমূলকে পথ সাফল্যের পথ দেখিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এ নিয়ে সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করলে প্রশান্ত বলেন, ‘দিদিকে সাহায্য করতে পেরে খুশি আমি। এই জয়ের মধ্যেও জানিয়ে রাখি যে আমি এই কাজ ছাড়ছি। আর এই কাজ করতে চাই না। অনেক হয়েছে। সহকর্মীদের হাতে আইপ্যাকের দায়িত্ব তুলে দিয়ে জীবনে অন্য কিছু করতে চাই আমি।’

আরও পড়ুন : সার্ভারের সমস্যা সঙ্গী করে নন্দীগ্রামে জয়ী শুভেন্দুই, পুনর্গণনা নয়, ঘোষণা কমিশনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest