আগামী বছরের জুন পর্যন্ত রাজ্যের সমস্ত বাসিন্দাকে বিনামূল্যে রেশন দেওয়ার জন্যে জারি হল সরকারি নির্দেশিকা।
বুধবার রাজ্যের খাদ্য সচিব পারওয়েজ আহমেদ সিদ্দিকি এই মর্মে নির্দেশ জারি করেছেন। সেই নির্দেশিকায় বলা হয়েছে, লকডাউনের কারণে ২৬ মার্চ থেকে ফ্রি’তে দেওয়া হচ্ছিলই। এবার সরকারি সিদ্ধান্ত অনুসারে অগস্ট ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত সকলের জন্যে ফ্রি রেশন দেওয়া হবে। যে পদ্ধতিতে মানুষ রেশন সংগ্রহ করেন, সেইভাবেই তা সংগ্রহ করতে হবে। অর্থ দফতরের অনুমোদন ক্রমেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবারই ২১ জুলাইয়ের শহিদ স্মরণে ভারচুয়াল সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী অঙ্গীকার করেন, “আমরা যদি ক্ষমতায় থাকি, তাহলে শুধু একবছর নয়। বাংলার মানুষ সারাজীবন ফ্রি রেশন, স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা পাবে। টাকা কোথা থেকে আসবে সে চিন্তা করতে হবে না কাউকে। মানুষের জন্য যা করা প্রয়োজন তা-ই করব।”
আরও পড়ুন: শহরেই করোনা আক্রান্ত ২৮, জেলায় একদিনে আক্রান্ত ৫২! ৭ দিন সম্পূর্ণ লকডাউন বর্ধমানে
উল্লেখ্য, গত ৩০ জুন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ঘোষণা করেন, করোনা পরিস্থিতিতে নভেম্বরের শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। সেদিনই কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী পালটা ঘোষণা করেন, ‘কেন্দ্র নভেম্বর পর্যন্ত দিলে দিক, আমরা আগামী বছর জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেব।’ সেটা যে কথার কথা নয় তা এদিনের নির্দেশিকায় স্পষ্ট হয়ে গেল।
অন্যদিকে, রাজ্যজুড়ে করোনার প্রকোপ ক্রমেই বৃদ্ধি পাওয়ায় নতুন করে লকডাউনের পথে হেঁটেছে বাংলা। চলতি মাসে ২৩, ২৫ ও ২৯ তারিখ সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে নবান্ন। ফুড ডেলিভারি, ই-কমার্স, ডেয়ারি, পুলিশ, মেডিক্যাল স্টোর, পেট্রল পাম্প-সহ বেশ জরুরি পরিষেবা পাওয়া গেলেও অনেক কিছুই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন এই তিনদিন বন্ধ থাকবে সমস্ত ব্যাংক। তেমনই লকডাউনে বন্ধ রাখা হবে রেশন দোকানও। তার পরিবর্তে রবি ও সোমবার, তাদের দুই ছুটির দিন পূর্ণদিবস খুলে রাখা হবে রেশন দোকান।
বুধবার জরুরি ভিত্তিতে রেশন ডিলারদের সংগঠনের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই আবেদন জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আবেদন মেনে নিয়েছেসংগঠন। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন: কাল যোগদান, আজ বিজেপি ছাড়লেন মেহেতাব হোসেন !