ঘূর্ণাবর্তের জের! আগামী ২-৩ দিন কমবে ঠান্ডা, চড়বে পারদ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পা দিতেই ফের চড়ল তাপমাত্রা। কিছুটা হলেও কমেছে ঠাণ্ডার আমেজ। আগামী কয়েকদিন এমন আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।এদিন একলাফে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস।

আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। তবে শনিবার থেকে পারদ ফের কমতে পারে। তাপমাত্রা নামতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে।গত বেশ কয়েকদিন ধরে হাল্কা শীতের আমেজে মজেছিল বঙ্গবাসী। এখন সেই সেই আমেজ কিছুটা হলেও কম।  বেলা বাড়তেই উধাও শীত।

উত্তর ভারতে একাধিক রাজ্যে ঠাণ্ডার আমেজ এখনও বজায় রয়েছে। তবে শীতের আমেজ পারদ আচমকা চড়ে যাওয়ায় আবহাওয়ার এই খামখেয়ালিপনায় কিছুটা অস্বস্তিতে রাজ্যবাসী। রাজ্যের আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছিল,দক্ষিণ ভারতে বঙ্গোপোসাগর লাগোয়া একটি ঘূর্ণাবর্তের জেরে প্রভাব পড়বে রাজ্যের আবহাওয়াতেই। তার জেরেই চড়েছে পারদ।

দক্ষিণ ভারতের ঘূর্ণাবর্তের জেরে একাধিক রাজ্যে বৃষ্টিপাত চলবে। তাই আগেভাগে সতর্ক করা হয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলিকে।

আরও পড়ুন :৮ মাস পর দৌড়াল লোকাল ট্রেন, হাওড়ায় সেই চেনা ভিড়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest