অমর্ত্য সেনের কাছে আমার নোবেল আছে! ফেরত চেয়ে হাওড়া ব্রিজের মাথায় উঠলেন মহিলা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest:: লকডাউন শিথিল হতেই আবার ব্যস্ততা ফিরেছে হাওড়া ব্রিজে। আর এমন এক সময়, রবিবার বিকেলে হঠাতই হাওড়া ব্রিজের উপরে উঠে পড়লেন এক মহিলা। এরপর শোরগোলই পড়ে যায় চারিদিকে। ভর সন্ধ্যায় এই ঘটনায় পথচলতি অনেকেই দাঁড়িয়ে পড়েন হাওড়া ব্রিজে। তাঁকে নামাতে ঘটনাস্থলে আসেন পুলিশ অফিসার ও কর্মীরা।

রবিবার সন্ধ্যায় মোটামুটি ফাঁকা হাওড়াব্রিজের চার নম্বর পিলারে চড়ে বসেন তিনি। তাঁকে নামাতে নাভিশ্বাস ওঠে পুলিশকর্মীদের। নেমে সংবাদমাধ্যমের কাছে তাঁর দাবি, ‘ছোটবেলায় নোবেল পেয়েছিলাম। সরকারের কাছে জমা রয়েছে। সরকার আর তা ফেরত দিচ্ছে না।’

আরও পড়ুন: একদিনে সংক্রমণের নয়া রেকর্ড,রাজ্যে আক্রান্ত ৪৪৯,বাংলায় ৮ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা

মহিলা জানান, তাঁর নাম ডলি ঘোষ। বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরের কচুয়া এলাকায়। ছোটবেলায় নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি। সেই নোবেল প্রাইজ জমা রাখা আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। এখন সেই নোবেল প্রাইজ ফেরত চাইলেও তা দিচ্ছে না সরকার।

তিনি জানান, নোবেল প্রাইজ ফেরত চেয়ে রাজ্যপালের কাছে বারবার দরবার করেছেন। রাজভবনে ধরনাতেও বসেছিলেন। কিন্তু কিছুতেই কেউ তাঁর নোবেল প্রাইজ ফেরত দিচ্ছে না। তাই প্রতিবাদে হাওড়া ব্রিজের ওপরে উঠেছিলেন তিনি।

দমকল ও পুলিশকর্মীদের প্রাথমিক অনুমান মহিলা মানসিক ভারসাম্যহীন। তাঁকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা হচ্ছে।

আরও পড়ুন: সোমবার থেকে ১০০% হাজিরা বাধ্যতামূলক, কলকাতা পুরসভার বিজ্ঞপ্তিতে ফাঁপড়ে কর্মীরা

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest