Lata Mangeshkar: বাংলা শিখতে শিক্ষক রাখেন লতা, পছন্দ করতেন এরাজ্যের মাছ, মিষ্টি, তাঁতের শাড়ি
বাংলার সঙ্গে বাস্তবে নাড়ির যোগসূত্র না থাকলেও এই ভাষার প্রেমে পড়ে গিয়েছিলেন লতা মঙ্গেশকর। কাজের মাধ্যমেই গড়ে উঠেছিল এক আত্মীক সম্পর্ক। আর তাই বাংলা ভাষা শিখতে কিংবদন্তী রীতিমতো বাড়িতে শিক্ষক রেখেছিলেন। তাও আবার কার তত্ত্বাবধানে বাংলা শিখেছিলেন জানেন? তিনি বাসু ভট্টাচার্য। তৎকালীন মুম্বইয়ের খ্যাতনামা বাঙালি পরিচালক। তিনিই ছিলেন লতার বাংলার গৃহশিক্ষক। লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) […]