‘স্বপ্নের নীলাভ সাঁকো বেয়ে’ চলে গেলেন পরপারে…আজ কবি শামসুর রহমানের প্রয়াণদিবস

SHAMSUR RAHMAN

কবি শামসুর রাহমান। বাংলা সাহিত্যে এক উজ্জ্বল নাম। পনেরো বছর আগে ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি আমাদের ছেড়ে চলে যান। সাহিত্যবোদ্ধাদের কাছে তিনি নাগরিক কবি হিসেবেই অধিক পরিচিত। তার কবিতায় নগরজীবনের প্রতিচ্ছবি উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। সত্যিকারার্থে তার কবিতার শব্দরা সেই কথা বললেও আমার মনে হয় না তিনি কেবল শহুরের যান্ত্রিক জীবনের ঘাত-প্রতিঘাত, টানাপোড়েন আর দুঃখ-বেদনাকে […]