Accident: ভয়াবহ দুর্ঘটনা গুজরাটে, বাস-গাড়ির সংঘর্ষে মৃত অন্তত ৯

accident 2

২০২২ সালের শেষদিনের ভোররাতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। গুজরাটের (Gujarat) নাভাসরিতে বাস ও এসইউভি গাড়ির সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হল। আহত ৩২। শুক্রবার রাতে গুজরাতের নবসারী জেলায় ৪৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবোঝাই একটি বাস আমদাবাদের দিক থেকে আসছিল। সেই বাসে যাঁরা ছিলেন, তাঁরা প্রায় সকলেই আমদাবাদের প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসব […]