করোনা হলে মুড়ি মুড়কির মতো অ্যান্টিবায়োটিকস খেতে নিষেধ করল WHO

ওয়েব ডেস্ক: করোনার এখনও কোনো ওষুধ নেই। শারীরিক সমস্যা কমাতে অনেকে মুড়ি-মুড়কির মতো অ্যান্টিবায়োটিকস খাচ্ছেন। তাতে কিন্তু হিতে বিপরীত হবে, সতর্ক করল World Health Organization (WHO)। হু বলছে যে লাগাতার অ্যান্টিবায়োটিকস খেলে ব্যাকটেরিয়ার রেজিসটেন্স বাড়বে। এর ফলে মৃত্যুর সংখ্যা বাড়বে। WHO-এর ডিরেক্টর জেনালেন টেডরস ঘেবরেসাস বলেন যে অনেক ব্যাক্টেরিয়াল ইনফেকশনে আগের ওষুধ আর কাজ করছে […]