Baul Shah Karim: মৃত্যুর ১৪ বছর পার, তবু অমলিন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সুর

ABDUL KARIM

গানে গানে শোষণ-বঞ্চনার চিত্র তুলে ধরেছেন। স্থানীয়ভাবে গড়ে ওঠা নানা আন্দোলন সংগ্রামে গণ-মানুষের পক্ষে অবস্থান নিয়ে মানুষকে উজ্জীবিত করেছেন। অর্ধ শতাব্দিরও বেশি লড়াই করেছেন ধর্মান্ধদের বিরুদ্ধে। এজন্য মৌলবাদীদের দ্বারা নানা লাঞ্ছনারও শিকার হয়েছিলেন তিনি। ভাষার আন্দোলন ও মুক্তিযুদ্ধে পথে পথে গান গেয়ে গণজাগরণ সৃষ্টির চেষ্টা করেছেন। পেয়েছেন একুশে পদকও। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সুরোলোকে চলে […]