Beer: দু’মাসে আয় ৪০০ কোটি! বিয়ার বিক্রিতে সর্বকালীন রেকর্ড রাজ্যে
গত দু’মাসে রাজ্যে বিয়ারের বিক্রি সর্বকালীন রেকর্ড গড়ল। অত্যধিক গরমে দিনে ২০ লক্ষ (case) বাক্স করে বিয়ার বিক্রি হয়েছে। গত ৪ বছরে বিয়ার বিক্রি করে এত মুনাফা রাজ্যের কোষাগারে আসেনি বলেই মত আবগারি দফতরের আধিকারিকদের। ২০১৯ সালে বিয়ার বিক্রি বেশি থাকলেও এত বিপুল অঙ্কে পৌঁছয়নি আয়। এর পিছনে গরম অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি […]