করোনা সঙ্কট: মিস ইংল্যান্ড মুকুট খুলে রোগীদের পাশে বঙ্গতনয়া ভাষা

missengland1 750x563 1

লন্ডন: পেশায় ডাক্তার, সমাজসেবী আবার বিলেত-সুন্দরীও। ২০১৯ সালে মিস-ইংল্যান্ড খেতাব পাওয়া প্রথম বাঙালি মেয়ে তিনিই। বিলেত-সুন্দরীর খেতাব জয়ের পরদিনই লিঙ্কনশায়ারের হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে যোগ দিয়ে বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন এই বঙ্গতনয়া ভাষা মুখোপাধ্যায়। করোনা সঙ্কটের এই জটিল মুহূর্তে ফের তাঁকে দেখা গেল এক অন্য ভূমিকায়। ডাক্তারি ছেড়ে সমাজসেবায় মন দিয়েছিলেন, ফের একবার গলায় স্টেথোস্কোপ […]