Bhatpara: ফের ভাটপাড়ায় ব্যাপক বোমাবাজি, উড়ে গেল মাথার খুলি, শাসক–বিরোধী তরজা

স্থানীয়দের অভিযোগ. অন্তত দেড়শটি বোমা পড় এক রাতে। ১০টির বেশি বাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। ১০ জনকে গ্রেফতার করা হয়।

Arjun Singh: সিআইডি জেরায় ভার্চুয়াল মাধ্যমে অংশ নিতে রাজি অর্জুন, চান মামলা যাক অন্য রাজ্যে

ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাংকের টাকা তছরুপের অভিযোগে বারাকপুরের বিজেপি সাংসদের পাশাপাশি তাঁর ভাইপো সৌরভ সিংকেও হাজিরার নোটিশ দিয়েছে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। সব মিলিয়ে অর্জুনের বিরুদ্ধে সাড়ে ৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগে রয়েছে।