কোভিড আক্রান্ত মা নিশ্চিন্তে বুকের দুধ খাওয়াতে পারবেন সদ্যোজাতকে

mother breastfeeds

মা কোভিড আক্রান্ত হলেও, নিশ্চিন্তে সদ্যোজাতকে স্তন্যপান করাতে পারবেন। কারণ গবেষণা বলছে, করোনা আক্রান্ত মায়ের দুধে রয়েছে এই ভাইরাসের অ্যান্টিবডি। ন্যাশনাল অ্যাডভাইসারি গ্রুপ অব ইমিউনাইজেশনের (এনট্যাগি) প্রধান ডাঃ এন কে অরোরা একথা জানান। তিনি বলেন, ‘সদ্য সন্তানের জন্ম দেওয়া মা যদি করোনায় অত্যন্ত কাহিল হয়ে পড়েন, সেক্ষেত্রে সম্ভব হলে অন্য কারও উচিত নবজাতককে দেখভাল করা। […]