চন্দ্রযান-২: নির্বিঘ্নে ‘সফট ল্যান্ডিং’ হবে কি? অবতরণের শেষ ১৫ মিনিট নিয়ে দুশ্চিন্তায় ইসরো

chandrayaan 2 7

#নয়াদিল্লি: দুর্ভাবনা সঙ্গী করেই পৃথিবী থেকে রওনা হয়ে গিয়েছে চন্দ্রযান-২। চাঁদে লাফিয়ে পড়ার সময়েই হবে তার আসল পরীক্ষা। চাঁদের কক্ষপথে যান তো আগেও পাঠিয়েছে ভারত। এ বার পরীক্ষা চাঁদে নামার। উপর থেকে কিছু ছেড়ে দিলে তা আছাড় খেয়ে পড়বে। এ ক্ষেত্রে আলতো করে নামাতে হবে ল্যান্ডার বিক্রমকে। তার পেটে রয়েছে রোভার প্রজ্ঞান। এরা দু’টিতে মিলে অনেক […]