CPI (ML) Liberation: ‘বিজেপিকে হারাতে যাকে খুশি ভোট দিন’, বিমানের দাবি উড়িয়ে বাংলায় দলের অবস্থান জানাল লিবারেশন

গেরুয়া শিবিরকে হারাতে যাকে খুশি ভোট দিন। এমনটাই বলছে সিপিআই (এমএল) লিবারেশন। লক্ষণীয়, বাংলায় বামফ্রন্ট প্রার্থীদের লিবারেশন সমর্থন করবে বলে আশাপ্রকাশ করেছিলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন সেই দাবি খারিজ করে দিলেন লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। জানালেন, ‘ইন্ডিয়া’ জোটের অংশ হিসেবে জোট ধর্ম মেনে চলবে তারা। মঙ্গলবার মৌলালিতে লিবারেশন রাজ্য কমিটির দফতরে লোকসভা […]