Dengue: ভয়াবহ ডেং ২ সংক্রমণ মাথাচাড়া দিয়েই কপালে ভাঁজ স্বাস্থ্যকর্মীদের

dengue

চলতি মরসুমে ডেঙ্গি ক্রমেই বেড়ে চলেছে। এমনটাই গিয়েছিল ২০১৯-এ। যদিও এ বছর গোড়া থেকে দাপিয়ে বেড়াচ্ছিল ডেঙ্গির তুলনায় নিরীহ ডেং-৩ স্ট্রেন। কিন্তু স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, ধীরে ধীরে জমি দখল করতে শুরু করেছে ডেং-২। ফলে ২০১৯-এর মতো ভয়াবহ অবস্থা ফেরার ইঙ্গিতে কাঁটা স্বাস্থ্যকর্তারা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডেঙ্গির চারটি প্রজাতির মধ্যে তুলনায় নিরীহ ডেং-১ ও ডেং-৩। […]