ভারতে অ্যামাজন, নেটফ্লিক্স, গুগলের অনলাইন পণ্যে কেন বাড়তি শুল্ক ? তদন্ত করবে আমেরিকা

ওয়াশিংটন: গুগল, অ্যাপল, ফেসবুক, অ্যামাজন ও নেটফ্লিক্সের মতো মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি যে সব পণ্য বেচে অনলাইনে, ভারত, তুরস্ক ও ইন্দোনেশিয়া-সহ কয়েকটি দেশে সেগুলির উপর কতটা বাড়তি পরিষেবা করের বোঝা চাপানো হয়েছে, এ বার তার তদন্ত করবে আমেরিকা। ভারত-সহ বিভিন্ন দেশগুলি কত টাকা শুল্ক নেয় মার্কিন প্রযুক্তি সংস্থাগুলি থেকে? এবার সেই নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিলেন মার্কিন […]