Feluda Series: ফেলুদা এবার কাঠমাণ্ডুতে! প্রকাশ্যে এল মোশন পোস্টার

feluda tota scaled

পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়ের হাত ধরে ফেলুদার যত কাণ্ড কাঠমাণ্ডুতে যে ওটিটি আসছে তা জানাই ছিল। এবার প্রকাশ্য়ে সেই সিরিজের মোশন পোস্টার। জনপ্রিয় ওটিটি প্ল্য়াটফর্ম আড্ডাটাইমসে মুক্তি পাবে এই সিরিজ। ১৪ এপ্রিল মুক্তি পাবে এই সিরিজ। আড্ডাটাইমসের তরফে সদ্যই প্রকাশ্যে আনা হল এই সিরিজের মোশন পোস্টার। সেখানে লেখা হয়, ‘ফেলুদা, তোপসে এবং জটায়ু এবার কাঠমাণ্ডুতে।’ সেখানে […]