G20 Summit: G-20 ডিনারে খাবার দেওয়া হবে সোনা-রুপোর থালা-বাটিতে, দেখুন Video

silvar

রাজধানী দিল্লিতে বসবে G-20 সম্মেলন। এর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অতিথিদের জন্য খাবার ও পানীয়েরও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। হোটেলগুলিতে বিশেষ খাবারের পাশাপাশি বিশেষ ডিনার সেটের ব্যবস্থা করা হয়েছে। অতিথিদের রুপো এবং সোনার প্লেটে খাবার পরিবেশন করা হবে। জয়পুরের একটি ধাতব পণ্য প্রস্তুতকারী সংস্থা এই তথ্য দিয়েছে। রাজস্থানের রাজধানী জয়পুরের ওই মেটালওয়্যার কোম্পানি জানিয়েছে, এখানে G-20 […]