Jupiter : বৃহস্পতির চাঁদে মিলল জলীয় বাষ্পের নমুনা

jupiter moons

বৃহস্পতি গ্রহের চাঁদ জ্ঞানিমিডে মিলল জলীয় বাষ্পের নমুনা।নাসা/ইএসএ হুবেল স্পেস টেলিস্কোপের নথি বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছেন গবেষকরা। এর আগের গবেষণায় দেখা গিয়েছিল, জ্ঞানিমিডে পৃথিবীর থেকেও বেশি জল আছে। কিন্তু, যেহেতু সেখানে প্রচণ্ড ঠান্ডা(মাইনাস ১০০-১৮০ ডিগ্রি সেলসিয়াস), তাই ওই পৃষ্ঠ তলে জল জমে যেতে পারে। এই জল্পনাও শুরু হয় যে, পৃষ্ঠতলের ১৬০ কিলোমিটার নিচে মহাসাগরের […]