Hanuman Jayanti 2022: গুজরাতে ১০৮ ফুটের হনুমান মূর্তি উন্মোচন মোদীর, আগামীদিনে বাংলাতে গড়ার ইঙ্গিত

hanuman

দেশজুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। এমন এক দিনে ১০৮ ফুটের মূর্তি উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মরাবিতে এদিন ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্যমে এই মূর্তি উন্মোচন করেন তিনি। এর আগে টুইটারে তিনি হনুমান জয়ন্তী নিয়ে বার্তাও দেন। সেই সভাতেই মোদি ইঙ্গিত দিয়েছেন, আগামী দিনে বাংলাতেও বিশালাকার একটি হনুমান মূর্তি গড়া হবে। গুজরাতের মরাবিতে অবস্থিত রয়েছে বাপু […]