Pakistan: খুন হতে পারেন ইমরান! ইসলামাবাদে জারি ১৪৪ ধারা, শহর ঘিরল সেনা
সদ্য ক্ষমতাচ্যুত পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran khan) হত্যার ছক কষা হয়েছে। শনিবার বেশি রাতে এই খবর পেয়ে গোটা ইসলামাবাদ (Islamabad) জুড়ে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। রাজধানী জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। শহরে যাবতীয় জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। রবিবার গানি গালা অঞ্চলে আসার কথা ছিল ইমরানের। তার আগে শনিবার রাত থেকেই সেখানে […]