পিংলিশে এনকাউন্টার, হত পুলওয়ামা কাণ্ডের মাস্টারমাইন্ড সহ ৩
শ্রীনগর : ফের উত্তপ্ত উপত্যকা। রবিবার রাতে কাশ্মীর সীমান্তে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে সেনা। জানা গিয়েছে , দু’ পক্ষের গুলির লড়াইয়ে প্রাণ গিয়েছে ৩ জঙ্গীর। সেনার দাবি হত জঙ্গিদের মধ্যে একজন হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড মুদাসির আহমেদ খান ওরফে মহম্মদ ভাট। গোয়েন্দা সূত্র বলছে, মুদাসির ত্রালের মীর মহল্লার বাসিন্দা। জইশের শুধু সক্রিয় সদস্যই নয়, উপত্যকায় বিভিন্ন […]