Diwali 2021:দীপাবলিতে আলোর উৎসব পালন করা হয় কেন? কেন এই কালীপুজো দীপান্বিতা?জানুন পৌরাণিক ঘটনা

kali pujo 1

আর ক’টা দিন। তারপরই দীপাবলি। একই সঙ্গে বাঙালির কালীপুজো। ধনতেরস থেকে শুরু করে ভ্রাতৃদ্বিতীয়া পর্যন্ত চলে দীপাবলি। এক কথায় বলতে গেলে দীপাবলি আলোর উত্‍সব। হিন্দু সম্প্রদায় ছাড়াও শিখ ও জৈন ধর্মাবলম্বীরাও পালন করে থাকেন। ৪ নভেম্বর দিওয়ালি। দীপাবলির ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে পুরাণ গল্প। রয়েছে রাম, সীতা ও লক্ষ্মণের অযোধ্যায় ফেরার কাহিনি। এছাড়াও রয়েছে মহাভারত […]