থর মরুভূমিতে মিলল পৌনে ২ লক্ষ বছরের প্রাচীন নদীখাত, এ পথেই এসেছিল আদিম মানুষ

thar desert

থর মরুভূমির মাঝে ১৭২ হাজার বছরের প্রাচীন লুপ্ত নদীর হদিশ পেলেন গবেষকরা। তাঁদের দাবি, একদা এই নদীর তীর ধরেই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল আদিম মানুষ। সম্প্রতি জার্মানির ‘ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর দি সায়েন্স অব হিউম্যান হিস্ট্রি’র গবেষকেরা সেই হারানো নদীর খাতের সন্ধান পেয়েছেন। জার্মান সংস্থাটির সহযোগী, কলকাতার ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (আইআইএসইআর) […]