Mahasweta Devi: অপরাজেয় প্রতিবাদী মুখ মহাশ্বেতা দেবী

Mahasweta Devi

মহাশ্বেতা দেবী প্রতিদিনের বিপ্লবী। শ্রেণি সংগ্রাম তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন ভদ্রলোকদের চোখের অন্ধকারে মিশে থাকা অযুত আরণ্যক মানুষের প্রাণ থেকে প্রান্তরে। আজীবন সংগ্রামী চিন্তা চর্চা করেছেন এবং দেশ ও মানুষ সব ধরনের শোষণমুক্ত হবে সেই লক্ষ্যে সাহিত্য রচনা করেছেন। তিনি সরাসরি সে আদর্শ লালন করতেন, যে আদর্শের ছবি পাওয়া যায় তার সাহিত্য ও জীবনচর্চায়। মহাশ্বেতা […]