ক্রিকেট ও ঘোড়সওয়ারিতে পারদর্শী – চিনে নিন ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা সম্পাদক সৈয়দা মুহাম্মদীকে

Muhammadi Begum

সৈয়দা মুহাম্মদী বেগম ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা যিনি একটি সাপ্তাহিক পত্রিকা ‘তেহজিব-ই-নিসওয়ান’-এর সম্পাদক ছিলেন। উর্দু পত্রিকাটি নারীদের মুক্তির জন্য নিবেদিত ছিল। ১লা জুলাই, ১৮৯৮ সালে ম্যাগাজিনটির প্রথম সংস্করণ বেরিয়েছিল। মোহাম্মদী বেগম তার স্বামী মমতাজ আলির সঙ্গে মহিলাদের সচেতন করার কাজ শুরু করেন। মমতাজ, মহিলাদের অধিকারের উপর জোর দিয়ে একটি বইও লিখেছিলেন, ‘হুকুক-ই-নিসওয়ান’, তিনি ছিলেন […]