Sonu Sood: অন্ধ্রপ্রদেশের দুটি হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসাচ্ছেন সোনু সুদ, দিলেন অন্য রাজ্যেও বসানোর বার্তা

এবার হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসাচ্ছেন সোনু সুদ। করোনাকালে একাধিক আর্ত ভারতবাসীর কাছের কাছে মসীহার আসনে বসা সোনু জানিয়েছেন, জুন মাসেই অন্ধ্রপ্রদেশের দুটি হাসপাতালে অক্সিজেন প্লান্টের প্রথম সেট বসছে।