ORS Fact Check: ওআরএস-এ থাকে চিনি, ডায়াবেটিকরা কি তবে গরমে এই পানীয় খাবেন না?

ORS scaled

তীব্র গরম থেকে বাঁচার জন্য বারবার করে বিশেষজ্ঞ মহল থেকে নির্দেশিকা প্রকাশ করা হচ্ছে। তাঁদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, বাইরে বেরলেই ওআরএস জলপান করার। কিন্তু মুশকিল হল, ওআরএস-এ থাকে চিনি। ফলে তা সুগার রোগীদের জন্য আদৌ ভালো কিনা, এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। জেনে নিন ওআরএস সুগার রোগীদের জন্য কতটা উপযুক্ত। চিকিৎসকরা জানিয়েছে, শরীরে […]