আগামীকাল মহালয়া, জানুন সুখ-সমৃদ্ধি লাভের জন্য কোন কাজ করবেন ও কী করবেন না?

tarpan pitri purush

রাত পোহালেই মহালয়া। পূর্বপুরুষদের বিদায় জানানোর দিন। পিতৃপক্ষের শেষে, অমাবস্যা তিথিতে মহালয়া পালিত হয়ে থাকে। এই অমাবস্যা তিথিকে আবার সর্বপিতৃ অমাবস্যা, বিসর্জনী অমাবস্যাও বলা হয়। এদিন শ্রাদ্ধ, তর্পণ করে পিতৃপুরুষদের বিদায় জানানো হয়। তবে মহালয়ার দিনে বিশেষ কিছু নিয়ম-কানুন মেনে চলা উচিত। এমন কিছু কাজ আছে, যা মহালয়ার দিনে ভুলেও করবেন না। আবার কিছু অবশ্য […]