Polio: ১০ বছর পর কলকাতায় পোলিও-র জীবাণুর খোঁজ! উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তর

polio virus

১০ বছর পর ফের কলকাতায় মিলল পোলিওর (Polio Virus) জীবাণু। মেটিয়াবুরুজের একটি নর্দমা থেকে পোলিওর জীবাণু পাওয়া গিয়েছে। তার ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগে স্বাস্থ্যদপ্তর। শিশুদের উপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা পুর এলাকার ১৫ নম্বর বোরোর মেটিয়াব্রুজ এলাকায় গত মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজরদারির সময় মিলেছে লাইভ পোলিও ভাইরাস বা […]