১৬টি দেশ পেরিয়ে নিজের ঠিকানায় পৌঁছল পরিযায়ী কোকিল!

cuckoo

ওনন নামের কোকিলের ডানায় ‘প্ল্যাটফর্ম ট্রান্সমিটেড টার্মিনাল’ ব্যাকপ্যাক লাগিয়ে ২০১৯ সালে জুন মাসে মঙ্গোলিয়া থেকে ছেড়ে দেয় বিজ্ঞানীরা। তখন তার গলায় পড়ানো ছিল ছোট্ট একটি ট্র্যাকার যন্ত্র। উপগ্রহ সংযোগের মাধ্যমে তার গতিবিধি পর্যবেক্ষণে রেখেছিলেন মঙ্গোলিয়ার বিজ্ঞানীরা। সেখানে ধরা পড়ে ১৬টি দেশের সীমানা পার করেছে এই ওনন। এমনকি গত বসন্তে ভারতের গুজরাতেও প্রবেশ করেছে সে। ট্রাক্যারে […]