National Education Policy: ক্লাস টু পর্যন্ত থাকবে না লিখিত পরীক্ষা? সুপারিশ কেন্দ্রের পাঠক্রম কমিটির

National Education Policy

প্রথম শ্রেণির আগে বই নয়। পরীক্ষা নয় দ্বিতীয় শ্রেণি পর্যন্ত। বছরে দু’বার বোর্ড পরীক্ষা। এমনই নানা প্রস্তাব দিল জাতীয় শিক্ষানীতি-2020 তথা NEP-র অধীনস্থ ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক বা NCF। গতকাল, বৃহস্পতিবার প্রকাশিত তাদের প্রাথমিক খসড়া প্রস্তাবে এমন নানা প্রস্তাব রাখা হয়েছে। তাতে জোর দেওয়া হয়েছে পড়ুয়াদের আত্মমূল্যায়নের উপরে। ওই খসড়ায় বলা হয়েছে, ‘‘পাঠ্যক্রম এবং মূল্যায়ন পদ্ধতি […]

চপ্পলের ভিতর ব্লুটুথ লাগিয়ে নকল করতে গিয়ে ধরা পড়লেন পাঁচ হবু শিক্ষক!

bluetooth chappal scaled

রাজস্থানে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষায় নকল করতে গিয়ে গ্রেফতার হলেন পাঁচ জন। তবে অভিযুক্তদের নকল করার পদ্ধতি চোখ কপালে তুলেছে পুলিশেরও। চপ্পলের মধ্যে ব্লুটুথ লাগিয়ে পরীক্ষায় নকল করছিলেন অভিযুক্তরা!রাজস্থানের সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য পাশ করতে হয় ‘রিট’ পরীক্ষা। ৩১ হাজার পদের জন্য এ বছর পরীক্ষায় বসেছিলেন প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী। রবিবার ছিল রাজস্থান […]