Taliban back to power,The Afghan Cricket Board underwent a major reshuffle

Afganistan Crisis : তালিবান ক্ষমতায় ফিরতেই আফগান ক্রিকেট বোর্ডে ঘটল বড়সড় রদবদল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল চমকে দেওয়া ছবি ৷ হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কাবুলের আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদর দফতরে পৌঁছে গিয়েছিল তালিবানরা ৷ গোটা আফগানিস্তানের পাশাপাশি সেদেশের ক্রিকেট ভবিষ্যতও এখন তালিবানদের হাতে ৷ সেই ছবি ভাইরাল হওয়া ছবি দেখেই আফগান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন নেটিজেনরা ৷ তালিবানরা দেশটিকে কব্জা করার পর সবার প্রথমে আফগানিস্তান ক্রিকেট বোর্ডে বড়সড় পরিবর্তন হল ৷ সকলকে চমকে দিয়ে এসিবি (ACB)-র চেয়ারম্যান পদে প্রত্যাবর্তন হল আজিজুল্লাহ ফাজিলের ৷

এসিবি-র পক্ষ থেকে টুইট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ তারা লিখেছে, “এসিবির প্রাক্তন চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলিকে বোর্ডের চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত করা হল ৷ উনি আসন্ন টুর্নামেন্টগুলিতে এসিবি-কে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বোর্ডের কাজকর্মের দেখভাল করবেন ৷” তালিবান ফেরার পর বছর দুয়েক পর আফগান ক্রিকেট বোর্ডে প্রত্যাবর্তন হল ফাজিলের ৷ 2018 সালের সেপ্টেম্বর থেকে 2019 পর্যন্ত এসিবি-র চেয়ারম্যান পদে ছিলেন তিনি ৷ সেবছর 50 ওভারের বিশ্বকাপে আফগানিস্তানের ব্যর্থতার পর তাঁকে সরিয়ে ফারহান ইউসুফজাইকে চেয়ারম্যান পদে আনা হয় ৷ কিন্তু তালিবান ফিরতেই সরানো হল ইউসুফজাইকে ৷

আরও পড়ুন :  কবে মুক্তি পাচ্ছে ‘কেজিএফ ২’? বড়সড় আপডেট দিলেন যশ নিজেই

শোনা যাচ্ছে, তালিবানের একটি প্রতিনিধিদল রবিবার এসিবি-র সদর দফতরে গিয়ে বৈঠকে বসে ৷ বৈঠকের পরই বোর্ডের চেয়ারম্যান পদে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তবে প্রথমেই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ফাজিলের নেতৃত্বাধীন বোর্ডকে ৷ শ্রীলঙ্কায় পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ় খেলার কথা রয়েছে আফগানিস্তানের ৷ কিন্তু কাবুল বিমানবন্দর থেকে এইমুহূর্তে সমস্তরকম বাণিজ্যিক বিমান ওঠানামা বন্ধ রয়েছে ৷ এই পরিস্থিতিতে আফগান দলকে পাকিস্তানে পাঠিয়ে সেখান থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে এসিবি ৷

আরও পড়ুন : যে কোনও ব্যক্তি মৃত্যুর আগে পাবেন এই ৬টি ইঙ্গিত, শিব পূরাণে রয়েছে উল্লেখ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest