Airtel গ্রাহকদের জন্য সুখবর! ৩০ দিনের জন্য বিনামূল্যে amazon prime video

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অ্যামাজন-নেটফ্লিক্সের জোর লড়াই! আর সেই লড়াইয়ে সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। এবার Amazon Prime Video সবচেয়ে সস্তায় দেখতে পাবেন ভারতের ইউজাররা। সৌজন্যে এয়ারটেল। বুধবার ইউজারদের জন্য নতুন এক প্ল্যান লঞ্চ করল এয়ারটেল। তাতেই মিলছে এই সুবিধা।

বিশ্বব্যাপী কানেকশন রয়েছে অ্যামাজন প্রাইমের। তবে সমস্ত দেশের মধ্যে ভারতের গ্রাহকরাই প্রথম এই সাবস্ক্রিপশন পেতে চলেছেন। আজ অর্থাৎ ১৩ জানুয়ারি দুপুর ২টো থেকে চালু হয়েছে এই সাবস্ক্রিপশন। অতএব এখনই সাইন ইন করতে পারেন ইউজাররা। অ্যামাজনের প্রাইভ ভিডিও এডিশনের সব কনটেন্ট দেখতে পাবেন ইউজাররা।

আরও পড়ুন: শেয়ার হবে আপনার ব্যক্তিগত তথ্য! WhatsApp নতুন নীতি আনতেই ভিড় আছড়ে পড়ল Signal অ্যাপে

ইউজারদের জন্য থাকবে ৩০ দিনের ফ্রি-ট্রায়াল প্রসেস। এর জন্য নিজের এয়ারটেল নম্বরটি দিয়ে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে অ্যামাজনে সাইন ইন করতে হবে।৮৯ টাকার প্ল্যান ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান। সেক্ষেত্রে অ্যাম্যাজন প্রাইম ভিডিও মোবাইল ইন্ডিশনের সাবস্ক্রিপশন ছাড়াও থাকবে ডেটা প্যাক পাওয়ার সুবিধে।

একনজরে দেখে নেওয়া যাক এয়ারটেল এবং অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন রিচার্জ প্ল্যান-

৮৯ টাকার প্ল্যান- এক্ষেত্রে ইউজাররা প্রাইম ভিডিও মোবাইল এডিশনের সঙ্গে পাবেন ৬ জিবি ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।

১৩১ টাকার প্ল্যান- এক্ষেত্রে ৩০ দিনের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ পাওয়া যাবে।

২৯৯ টাকার প্ল্যান- এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানে ইউজাররা প্রাইম ভিডিও মোবাইল এডিশনের সঙ্গে পাবেন আনলিমিটেড কল এবং প্রতিদিন ১.৫ জিবি ডেটা। রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন।

৩৪৯ টাকার প্ল্যান- এক্ষেত্রে ইউজাররা পাবেন অ্যামাজন প্রাইম মেম্বারশিপ। সঙ্গে পাবেন আনলিমিটেড কলের পরিষেবা। আর দিনে ২ জিবি করে ডেটা। প্যাকের ভ্যালিডিটি ২৮ দিন।

অ্যামাজন প্রাইমের মেম্বারশিপ নিতে চান বা উপভোগ করতে চান মোবাইল এডিশন, এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ কিংবা দোকান থেকে ইউজাররা রিচার্জ করে নিতে পারবেন সাবস্ক্রিপশন প্ল্যান।

আরও পড়ুন: সিগন্যালে অ্যাকাউন্ট খুলেছেন, জেনে নিন কীভাবে সরিয়ে নিয়ে যাবেন হোয়াটসঅ্যাপের গ্রুপ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest