অবশেষে লঞ্চ করেছে Fau-G, জেনে নিন কীভাবে ডাউনলোড করবেন ও খেলবেন এই ‘দেশি পাবজি’

আপনি সম্পূর্ণ বিনামূল্যে গেমটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতীয় গেমারদের জন্য সুখবর। প্রজাতন্ত্র দিবসের দিনেই লঞ্চ হল ফৌজি গেম। যদিও আগেই জানানো হয়েছিল এই খবর। ভারতে তৈরি ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস (FAU-G) গেমটি তৈরি করেছে এনকোর ভিডিয়ো গেমস নামের একটি সংস্থা। ভারতে পাবজি প্রথমবার নিষিদ্ধ হওয়ার পর থেকেই দোলাচলে পড়তে হয় গেমারদের। তবে এবার চিন্তার অবসান।

আজ নিজের টুইটারে FAU-G-র ভিডিয়ো শেয়ার করেলেন অভিনেতা অক্ষয় কুমার। আর এর মাধ্যমেই গেমের উদ্বোধন করলেন তিনি। ট্যুইটারে ভিডিয়ো গেম শেয়ার করে অভিনেতা লিখেছেন ‘দেশি পাবজি’।

আরও পড়ুন: কীভাবে ডিলিট করবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট? কীভাবে মুছবেন ব্যাকআপ মেসেজ

ইতিমধ্যেই ৫০ লক্ষেরও বেশি ইউজার গেমটি খেলার জন্য রেজিস্টার করে রেখেছে। প্রি-রেজিস্টার্ড ইউজাররা এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আর যাঁরা করেননি তাঁরা আগে গুগল প্লে স্টোরে প্রি-রেজিস্ট্রেশন সারার পর খেলতে পারবেন FAUG।

গেমটির সাইজ ৪৬০ এমবি। শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই ডাউনলোড করা যাচ্ছে। আইফোনে এখন ডাউনলোড করা যাচ্ছে না।

গেমটি ডাউনলোডের জন্য প্রথম প্লে স্টোরে গিয়ে FAUG টাইপ করুন। তারপরে ইনস্টল।

আপনি সম্পূর্ণ বিনামূল্যে গেমটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।  সেইসঙ্গে এর ক্যাম্পেইন মুড খেলতে পারবেন।

অ্যান্ড্রয়েড এইট বা তার উপরের স্মার্টফোনে মিলবে এই গেম।

এর বেশিরভাগ গেম এপিসোড শুট হয়েছে লাদাখে।

মাল্টিপল প্লেয়ারে খেলার সুযোগ রয়েছে হাতাহাতি লড়াই, ছুরির লড়াই সহ বিষয়গুলিকে বাড়তি গুরুত্ব দিয়েছে ফৌজি।

তবে চেনা যাবতীয় সব যুদ্ধাস্ত্র ব্যবহারের ফিচারটি গেমে থাকছে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের জনপ্রিয় ফিচার হাজির Signal-এ, সুবিধা হবে ইউজারদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest