সুরাপ্রেমীদের জন্যে সুখবর, এবার বাংলায় মদের হোম ডেলিভারি দেবে ফ্লিপকার্ট’ও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনার জেরে দেশজুড়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তাতে বেশিরভাগ মানুষ বাড়ির বাইরে খুব দরকার ছাড়া বেরোচ্ছেন না ৷ বেশির ভাগ পরিবার নিত্য প্রয়োজনীয় জিনিস বা রেশন ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে কিনছেন ৷ গ্রাহকদরে সুরক্ষার কথা মাথায় রেখে এবার ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট মদের হোম ডেলিভারি শুরু করতে চলেছে ৷

প্রথমে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় মদের হোম ডেলিভারি চালু করতে চলেছে ফ্লিপকার্ট ৷ ফ্লিপকার্ট ও স্টার্টআপ ডিয়াজিও-র তরফে জানানো হয়েছে এবার নিজেদের পছন্দের মদের অর্ডার দেওয়া যাবে ফ্লিপকার্টের মাধ্যমে ৷ এরপর হিপবার রিটেল আউটলেট থেকে নিয়ে হোম ডেলিভারি করবে ৷ হিপবারে ডিয়াজিও-র ২৬ শতাশ অংশীদারিত্ব রয়েছে ৷ ফ্লিপকার্ট ভারতীয় অ্যালকোহল হোম ডেলিভারি মোবাইল অ্যাপ্লিকেশন ডিয়াজিও-র সঙ্গে মিলে এই পরিষেবা চালু করতে চলেছে ৷

আরও পড়ুন: রবিনসন স্ট্রিটের ছায়া সরশুনায়! তিন দিন বাবার মৃতদেহ আগলে বসে মেয়ে

ইতিমধ্যেই  দেশের বিভিন্ন শহরে মদের হোম ডেলিভারি করছে স্যুইগি (Swiggy) ও জ্যোমাটো (Zomato)-র মতো ফুড ডেলিভারি সংস্থা। বাংলাতে সেইসঙ্গে রয়েছে আরও চারটি সংস্থা। এবার মদের হোম ডেলিভারি দেবে ফ্লিপকার্টও। খুব শীঘ্রই কলকাতায় চালু হয়ে যাবে এই পরিষেবা। ধীরেধীরে তা ছড়িয়ে দেওয়া হবে বিভিন্ন জেলায়।

লকডাউনে প্রায় ৪০ দিন বন্ধ ছিল দেশজুড়ে মদের দোকান। সেই সময় সুরাপ্রেমীদের ‘কষ্ট’ রীতিমতো রূপকথার পর্যায়ে চলে গিয়েছিল। বাদ ছিল না বাংলাও। লকডাউনে ছাড় পেয়ে মদের দোকান খোলার পরই রেকর্ড হয়েছিল বাংলায়। মাত্র ১০ ঘণ্টায় ১০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। আর সেই রাজ্যেই মদ বিক্রি প্রায় তলানিতে ঠেকেছে। যা রীতিমতো অস্বাভাবিক বলছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে হোম ডেলিভারি বাড়িয়ে কিছুটা ঘাটতি মেটাতে চাইছে প্রশাসনও।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ! আগামী ২-৩ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest