লোরি, পোঙ্গল, মকরসংক্রান্তির স্টিকার শুভেচ্ছাবার্তা হোয়াটসঅ্যাপে কীভাবে পাঠাবেন, জেনে নিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গত কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপ প্রসঙ্গে বিস্তর আলোচনা চলছে। জল্পনার কেন্দ্রে রয়েছে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির আপডেট। তবে এত সমালোচনার মধ্যেও এখনও বৃহত্তম মেসেজিং অ্যাপ হিসেবে সবার আগে রয়েছে হোয়াটসঅ্যাপেরই নাম। উৎসব পার্বণে ঘনিষ্ঠজনদের শুভেচ্ছা জানাতে হোয়াটসঅ্যাপেরই দ্বারস্থ হন বেশিরভাগ মানুষ। আর তাই লোরি, মকরসংক্রান্তি এবং পোঙ্গলে স্টিকার পাঠিয়ে শুভেচ্ছা জানানোর উপায় বের করেছে হোয়াটসঅ্যাপ। করোনা আবহে এইসব স্টিকারের মাধ্যমেই প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পারবেন ইউজাররা।

কয়েকটি সহজ স্টেপ ফলো করলে অনায়াসেই স্টিকার পাঠিয়ে শুভেচ্ছাবার্তা জানাতে পারবেন আপনি। যদিও ভারতীয় উৎসবের জন্য হোয়াটসঅ্যাপের নিজস্ব কোনও স্টিকার নেই। তাই প্রথমে প্লে-স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর সেই অ্যাপের স্টিকারগুলো হোয়াটসঅ্যাপেও পাওয়া যাবে।

কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন-

১। প্রথমে স্মার্টফোনের গুগল প্লে স্টোরে যেতে হবে। এরপর ‘Happy Lohri stickers for WhatsApp’ দিয়ে সার্চ করতে হবে। সার্চ করলেই ইউজারদের সামনে অসংখ্য অপশন হাজির হবে। একই ভাবে পোঙ্গল বা মকরসংক্রান্তির জন্যও স্টিকার খুঁজতে পারবেন ইউজাররা।

২। এরপর নিজের পছন্দ মতো একটা অ্যাপ বেছে নিয়ে ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড হওয়ার পর ওপেন করে পছন্দসই স্টিকার প্যাক বেছে নিতে হবে। একবার ট্যাপ করলেই পছন্দের স্টিকার অ্যাপ সিলেক্ট হয়ে ডাউনলোড হয়ে যাবে।

আরও পড়ুন: Happy New Year 2021 Wishes: প্রিয়জনকে জানান নতুন বছরের শুভেচ্ছা, রইল নজরকাড়া কার্ড

৩। এবার আপনার ফনে হোয়াটসঅ্যাপ খুলুন। যাঁকে স্টিকার পাঠিয়ে শুভেচ্ছা জানাতে চান তাঁর চ্যাটবক্স খুলুন। ইমোজি অপশনে একবার ট্যাপ করে নীচে গিয়ে স্টিকার অপশনে ক্লিক করুন। সেখানে সমস্ত স্টিকারের সম্ভার পেয়ে যাবেন আপনি। এবার ডাউনলোড করে ইচ্ছেমতো শুভেচ্ছা পাঠান আপনার ঘনিষ্ঠদের।

৪। একই পদ্ধতিতে অ্যানড্রয়েড ফোনের ক্ষেত্রে মকরসংক্রান্তি এবং পোঙ্গলের স্টিকারও পাঠানো যাবে। শুধু প্লে স্টোরে গিয়ে মকরসংক্রান্তি বা পোঙ্গলের জন্য পছন্দের স্টিকার অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তারপর বেছে নিতে হবে স্টিকার প্যাক। এরপরই ওই স্টিকার যুক্ত হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপের স্টিকার অপশনে।

৫। তবে আইওএস অর্থাৎ আইফোনের ক্ষেত্রে নিজস্ব লোরি বা মকরসংক্রান্তি এবং পোঙ্গলের স্টিকার নেই। আইওএস কোনও থার্ড-পার্টি অ্যাপকেও সাপোর্ট করে না। তাই আইওএস-এর ইউজাররা কারও থেকে হোয়াটসঅ্যাপে এইসব উৎসবের স্টিকার শুভেচ্ছা বার্তা পেলে সেটা সেভ করে রাখুন ফোনে। তারপর সেটাই আপনাকে ফরোওয়ার্ড করতে হবে। চ্যাট বা গ্রুপে এইসব স্টিকার পেলে এবং তা সেভ করে রাখলে হোয়াটসঅ্যাপ স্টিকার লাইব্রেরিতে সবই পাওয়া যাবে। সেখান থেকে আইওএস ইউজাররা অন্যদেরকেও এই স্টিকার পাঠাতে পারবেন।

আরও পড়ুন: গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ১০০% সুরক্ষিত, প্রাইভেসি বিতর্কে সাফাই হোয়াটসঅ্যাপের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest