Site icon The News Nest

পাবজি নিয়ে হা-হুতাশের দিন শেষ, গুগল প্লে স্টোরে চলে এল ফৌজি

faug 21118132

চিন-ভারত সংঘাতের পরেই ভারতে বহু চিনা অ্যাপ বন্ধ করে দেওয়া হয়। তার মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ ছিল গেমিং অ্যাপ পাবজি। গোটা ভারতের তরুণ প্রজন্মের একটা বড় অংশ নাকি এই অ্যাপেই কাটিয়ে দিতেন দিনের বেশিরভাগ সময়। প্রধানমন্ত্রী অ্যাপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই তাই মুষড়েই পড়েন অনেকে। কিন্তু তাঁদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। পাবজির বদলে তৈরি হওয়া দেশীয় গেমিং অ্যাপ ফৌজি এবার চলে এসেছে গুগল প্লে স্টোরে।

যদিও এখনই গেমটি ডাউনলোড করে খেলা যাচ্ছে না। তবে ফৌজি বা ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস গেমটিতে অংশগ্রহণ করার জন্য প্রি রেজিস্টার করা যাবে। সেক্ষেত্রে গেমের নিয়মকানুনগুলি আগেভাগেই জেনে যাওয়া যাবে। তাছাড়া গেমটি চালু হলেই নোটিফিকেশানও মিলবে।

আরও পড়ুন: Google Pay ব্যবহার করলে এবার কি ইউজার চার্জ লাগবে? কী জানাল সংস্থা

অ্যাপের শুরুতেই লেখা হয়েছে ভারতের আসল নায়ক, সেনাদের সম্মান প্রদর্শন করতেই এই গেম লঞ্চ করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর আসল চিত্রই তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই গেমে। কীভাবে তাঁরা বর্ডারে শত্রুদের সঙ্গে যুদ্ধ করেন, আত্মবলিদান দেন, এসম্পর্কেও জানতে পারবে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা।

তবে এর পাশাপাশি এও জানা যাচ্ছে পাবজি আবারও ইন্ডিয়ায় আসতে চলেছে। যদিও এ বিষয়ে সরাসরি কিছু ঘোষণা হয়নি এখনও। কিন্তু জানা যাচ্ছে, অ্যাপটি যেকারণে বন্ধ করা হয়েছিল, তার দিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে নতুন করে ভারতে আসতে চলেছে পাবজি গেম অ্যাপ। ইতিমধ্যেই ইনভেস্ট করা শুরু হয়েছে। ফলে ভারতীয় তরুণ প্রজন্মকে চমকে দিতেই পরপর এই গেমিং অ্যাপের লঞ্চের খবরে খুশি সকলে‌‌।

আরও পড়ুন: সুবর্ণ সুযোগ! দুদিন সম্পূর্ণ বিনামূল‍্যে দেখতে পাবেন নেটফ্লিক্সের সমস্ত শো, সিনেমা

 

Exit mobile version