আপনার তথ্য সুরক্ষিত! ইউজারের আস্থা ফিরে পেতে স্ট্যাটাস Whatsapp-এর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

WhatsApp-এর নতুন প্রাইভেসি পলিসি নিয়ে উত্তাল গোটা বিশ্ব। ব্যক্তিগত তথ্যের সুরক্ষার প্রশ্নে ভারতে WhatsApp এবং Facebook-এর নতুন প্রাইভেসি পলিসি নিষিদ্ধ করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া

ট্রেডার্স (CAIT)। CAIT-এর বক্তব্য, WhatsApp এবং Facebook-এর নতুন প্রাইভেসি পলিসির কারণে সব রকম ব্যবসায়ীক লেনদেনের তথ্য ও ব্যক্তিগত তথ্য, কন্ট্যাক্টস, লোকেশন এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করতে পারবে সংস্থা।CAIT-এর অভিযোগ, WhatsApp ‘মাই ওয়ে বা হাইওয়ে’ নীতি অনুসরণ করছে। এই নীতি অন্যায় ও সংবিধানবিরোধী। ভারতের মতো গণতান্ত্রিক দেশে এটি সম্পূর্ণরূপে গ্রহণের অযোগ্য।

রবিবার হোয়াটসঅ্যাপের নিজেদের অ্যাকাউন্ট থেকে ‘স্ট্যাটাস’ দিয়ে জানাল, আপনার গোপনীয়তা রক্ষা করতে তারা দায়বদ্ধ। অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীই রবিবার সকালে নিজের হোয়াটসঅ্যাপে চোখ বুলিয়ে খানিক অবাক হয়ে যান। কারণ, ‘স্টেটাস’ দিয়েছে তাঁদের পরিচিত কোনও বন্ধু বা আত্মীয় নয়, খোদ হোয়াটসঅ্যাপ। এই স্টেটাসে ৪টি বক্তব্য রাখা হয়েছে তাদের ব্যবহারকারীদের কাছে। বলা হয়েছে, ‘আমরা আপনার গোপনীয়তা রক্ষা করতে দায়বদ্ধ’, ‘এন্ড-টু-এন্ড ইনক্রিপশন আছে বলে, হোয়াটসঅ্যাপ আপনার ব্যক্তিগত কথাবার্তা পড়তে বা শুনতে পায় না’, ‘হোয়াটসঅ্যাপ আপনার শেয়ার করা লোকেশন দেখতে পায় না’ এবং ‘হোয়াটসঅ্যাপ আপনার কনট্যাক্টস ফেসবুককে জানায় না’।

আরও পড়ুন: অ্যাবাকাস থেকে সুপার কম্পিউটার…জেনে নিন কম্পিউটারের পাঁচ কাহন

এরই মধ্যে সিদ্ধান্তে বদল আনল হোয়াটসঅ্যাপ। ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ থেকে যে পলিসি চালু করার কথা ছিল, তা মে মাসের ১৫ তারিখ পর্যন্ত পিছিয়ে দিল এই মেসেজিং অ্যাপ। তাদের পলিসি-গত পরিবর্তন নিয়ে বহু ধরনের ভুল ধারণা তৈরি হয়েছে বলেও, দাবি করা হয়েছে হোয়াটসঅ্যাপের তরফে। বলা হয়েছে, তারা ব্যবহারকারীদের আরও স্বচ্ছ্ব ভাবে বিষয়টা বুঝিয়ে বলবে। তার জন্য যেমন এর আগে বিজ্ঞাপন দিয়েছে সংস্থাটি, তেমনই রবিবার নিজেরাই স্টেটাস দিয়ে আরও একবার অভয় দিল ব্যবহারকারীদের।

আরও পড়ুন: চাপের মুখে পিছু হটল whatsapp, প্রাইভেসি পলিসির নতুন নিয়ম লাগু হচ্ছে না এখনই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest