ফার্স্ট প্রাইজ 6 কোটি টাকা, বড় চমক দিয়েই আসরে নামছে PUBG Mobile India!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নতুন রূপে ভারতে লঞ্চ হতে চলেছে PUBG Mobile India। আর সেই লঞ্চিংয়ের আগেই ফাঁস হয়ে গেল PUBG-র ইন্ডিয়ান ভার্সনের পুরস্কার মূল্য। সূত্রের খবর, PUBG Mobile India-র টুর্নামেন্টে ফার্স্ট প্রাইজ যিনি জিতবেন, তিনি পাবেন 6 কোটি টাকা। চমকের এখানেই শেষ নয়। পাশাপাশিই এই বিপুল টাকা পুরস্কারের সঙ্গেই স্যালারির রেঞ্জও হতে চলেছে 40,000 টাকা থেকে 2 লক্ষ টাকা অবধি।

সম্প্রতি এই খবরটি শেয়ার করেছেন ভারতের PUBG Mobile প্লেয়ার, TSM Entity-র ঘাতক। ট্যুইটারে ঘাতক লিখছেন, ‘PUBG টুর্নামেন্টের প্রথম পুরস্কার 6 কোটি টাকা। চমকে গেলেন? শুধু তাই নয়। টায়ার ওয়ান টিমসের মিনিমাম স্যালারি 40 হাজার থেকে 2 লক্ষ টাকা। প্রত্যেক সিজনে প্রাইজ পুল বদলাবে। ESPORTS ভারতে নতুন যুগ শুরু করতে চলেছে। ESPORTS-এর সঙ্গে যুক্ত হওয়ার এটাই সেরা সময়।’

তবে এবার এই PUBG Mobile India আগের থেকে অনেকটাই আলাদা হতে চলেছে। অরিজিনাল PUBG Mobile-এর সঙ্গেই একটা সামঞ্জস্য রেখে নতুন ভাবে ঢেলে সাজানো হয়েছে এই গেমিং অ্যাপ। সংস্থার তরফে জানানো হয়েছে যে, মূলত ভারতীয় প্লেয়ারেরা যখন বিশ্বদরবারে PUBG Mobile ভার্সন খেলবেন, তখন যেন নিজেদের ভারতীয় হিসেবে আলাদা পরিচয় দিতে পারেন, সেই দিকে নজর রেখেই এর নতুন নাম রাখা হয়েছে PUBG Mobile India। পাশাপাশিই ভারতীয় প্লেয়ারদের জন্যও নতুন অ্যাপ ফিচার নিয়ে আসছে PUBG Mobile India।

আরও পড়ুন: অসাধারণ ফিচার্স! খুব কম দামে লঞ্চ করল Nokia 8000 4G ও Nokia 6300 4G

খোলনলচে বদলে পাবজি ফেরার কথা শোনার পর থেকেই নতুন এক চিন্তায় ভুগছিলেন গেমাররা। তাঁরা কি তাঁদের পুরনো অ্যাকাউন্ট ফিরে পাবেন? নাকি নতুন করে প্রথম থেকেই খেলা শুরু করতে হবে? সংস্থা সূত্রে সেই প্রশ্নেও জবাব মিলেছে।

অনলাইন গেম-আধুনিক প্রযুক্তি নিয়ে নাড়াচাড়া করে এমন এক সংগঠন ‘ইনসাইডার রিপোর্টের’ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় পাবজি ইউজাররা পুরনো অ্যাকাউন্ট ফিরে পাবেন। ফলে ইউজাররা তাঁদের পাবজি স্কিন, পুরনো অ্যাপ-টুল সবই ফেরত পাবেন। দক্ষিণ কোরীয় সংস্থা জানিয়েছে, ভারতের জন্য একেবার নতুন ধাঁচে বানানো হচ্ছে ইন্ডিয়ান পাবজি (PUBG India)। তবে পাবজির গ্লোবাল ভারসন থেকে অ্যাপ-টুল কেনা বা আপডেট করতে পারবেন ইউজাররা বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। উল্লেখ্য, এই অনলাইন ব্যাটেলগ্রাউন্ড গেমে রীতিমতো গ্যাঁটের কড়ি খরচ করে অ্যাপ-টুল কিনতে হয়।

পাশাপাশিই এ-ও জানা গিয়েছে যে, যে সব অ্যাকাউন্ট 10 বছরের জন্য ব্যান করা হয়েছে, তাদের আবার খেলার জন্য নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। আর তার কারণ নতুন প্লেয়ারদেরও খেলার সুযোগ দিতে চায় PUBG Mobile India।

আরও পড়ুন: পকেটসই দামে বাজারে এল LG-র ৩টি চোখ ধাঁধাঁনো স্মার্টফোন! জেনে নিন খুঁটিনাটি…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest