Site icon The News Nest

ফের ধামাকা, মাত্র ২,৫০০ টাকায় 5G স্মার্টফোন দেবে Jio! জানুন বিশদে…

Jio smartphone to come soon

সস্তার একগুচ্ছ ইন্টারনেট ডেটা প্ল্যান এনে মাঝেমধ্যেই গ্রাহকদের মুখের হাসি চওড়া করে রিলায়েন্স জিও (Reliance Jio)। এবার অত্যন্ত কম মূল্যে 5G অ্যান্ড্রয়েড ফোন আনতে চলেছে মুকেশ আম্বানির কোম্পানি!

সংবাদসংস্থা PTI-এর প্রতিবেদন অনুসারে, মাত্র ৫ হাজার টাকারও কম দামে 5G স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে রিলায়েন্স জিও। বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ এর দাম ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। দেশ 5G-র পথে এগিয়ে চললেও এদেশে এখনও ২০ থেকে ৩০ কোটি মানুষ 2G মোবাইল ব্যবহার করেন।

এই সমস্ত গ্রাহকদের টার্গেট করে ময়দানে নামতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা। আর তাই সস্তায় সাধারণ মানুষের হাতে 5G স্মার্টফোন তুলে দিতে চাইছে মুকেশ আম্বানির সংস্থা। প্রসঙ্গত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় ‘2G মুক্ত ভারত’ গঠনের ডাক দিয়েছিলেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি।

আরও পড়ুন: এবার চাঁদেও মিলবে 4G পরিষেবা! নোকিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে দাবি নাসার

নাম প্রকাশে অনিচ্ছুক রিলায়েন্স জিওর শীর্ষকর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘জিও ৫০০০ টাকারও কমে 5G স্মার্টফোন বাজারে আনতে চায়। যখন আমরা বিক্রির পরিমাণ বাড়াতে পারব, তখন এর দাম ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে নেমে আসবে।’ যদিও এই প্রসঙ্গে রিলায়েন্স জিও কাছে ই-মেইল করে জানতে চাওয়া হলে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেও সংবাদসংস্থা জানিয়েছে।

বর্তমানে 5G স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ২৭ হাজার টাকা থেকে। জিওর সস্তার 5G স্মার্টফোন বাজারে এলে গোটা ছবি বদলে যাবে বলে মনে করা হচ্ছে

আরও পড়ুন: স্টোরেজ দেখে মাথা খারাপ !, ভারতে লঞ্চ হল 65W ড্যাশ চার্জিং টেকনোলজির OnePlus 8T

Exit mobile version