আর্থিক জালিয়াতি থেকে রক্ষা পেতে দূরে থাকুন এই সাতটি অ্যাপ থেকে…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কাস্টমর কেয়ারের নাম করে ফোন করে আর্থিক প্রতারণার খবর আজকাল নিয়মিত সামনে আসছে। বিভিন্ন কোম্পানির নাম করে ইউপিআই পেমেন্ট অথবা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে এই ধরনের কাজ করছে প্রতারকরা। অনেক সময় গুগল সার্চে ভুল কাস্টমর কেয়ার নম্বর ভেসে ওঠে। সেই ভুয়ো নম্বরে ফোন করে প্রতারকদের পাল্লায় পরে সর্বস্বান্ত হন অনেকেই। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে কয়েকটি অ্যাপ কখনই ফোনে ইনস্টল করবেন না। দেখে নিন এমনই সাতটি অ্যাপ।

টিম ভিউয়ার কুইক সাপোর্ট

এই অ্যাপ ব্যবহার করে বিশ্বের যে কোন প্রান্তে বসে প্রতারকরা আপনার ফোন অথবা কম্পিউটার স্ক্রিনের নিয়ন্ত্রণ নিতে পারবে। যদিও এই টুল অনেক সময় খুবই কাজে লাগে। তবে সঠিক ভাবে এই টুলের ব্যবহার না জানলে ডাউনলোড না করাই ভালো। এই অ্যাপ ব্যবহার করে প্রতারকরা আপনার ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে আপনাকে সর্বস্বান্ত করতে পারে।

রিমোট ডেক্সটপ

টিম ভিউয়ারের মতোই এই অ্যাপ ব্যবহার করেও বিশ্বের যে কোন প্রান্ত থেকে আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়া যাবে। এটাও প্রতারকদের অন্যতম পছন্দের অ্যাপ।

এনিডেস্ক রিমোট কন্ট্রোল

বিজনের গ্রাহকদের সবথেকে পছন্দের অ্যাপ এটি। এই অ্যাপ ব্যবহার করে রিমোট ডেক্সটপ অ্যাকসেস নেওয়া যায়। প্রতারকরা আপনাকে ফোন করে এই ধরনের অ্যাপ ইনস্টল করতে বললে কখনই করবেন না।

আরও পড়ুন: সিগন্যালে অ্যাকাউন্ট খুলেছেন, জেনে নিন কীভাবে সরিয়ে নিয়ে যাবেন হোয়াটসঅ্যাপের গ্রুপ?

এয়ারড্রয়েড

এই রিমোট অ্যাকসেস অ্যাপ ব্যবহার করে ফাইল ট্রান্সফারও করা যাবে। তাই কীভাবে এই অ্যাপ কাজ করে না বুঝে ইনস্টল না করাই ভালো।

এয়ারমিরর

এই অ্যাপ ব্যবহার করে বিশ্বের যে কোন প্রান্ত থেকে আপনার ফোনের স্ক্রিনের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব।

ক্রোম রিমোট ডেক্সটপ

এটা গুগলের রিমোট ডেক্সটপ অ্যাপ। চুল হাতে পরলে এই অ্যাপ ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে।

স্প্ল্যাশটপ

এটাও একটি রিমোট ডেক্সটপ অ্যাপ। কখনই না জেনে এই ধরনের অ্যাপ ফোনে ডাউনলোড করবেন না।

আরও পড়ুন: কোথায় তথ্যসুরক্ষা? গুগল সার্চ করলেই পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপের প্রাইভেট গ্রুপ, ইউজারদের ছবি-ফোন নম্বর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest